জুলফিকার আলি,
ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর। আমফানের ক্ষতিপূরণ ও স্বজন পোষনের অভিযোগে এগরা- বাজকুল রাজ্য সড়কের পটাশপুর ১ নম্বর ব্লকের মতিরামপুর এলাকায় শুক্রবার় রাস্তা অবরোধ করে বিক্ষোভে দেখালেন গ্ৰামের বাসিন্দারা।এই ঘটনার খবর পেয়ে পটাশপুর ২ পঞ্চায়েতের সভাপতি চন্দন সাউ ঘটনাস্থলে এলে বিক্ষোকারীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।এরপর পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও এগরা মহকুমা পুলিশ আধিকারিক সেক আকতার আলি ঘটনাস্থলে এলে পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের।এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে বলে অভিযোগ ।তবে এই ঘটনার জেরে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশকর্মী আহত হয়েছে বলে জানা যাচ্ছে।
More Stories
পরিবেশবান্ধব গাড়িতে জোর এবার কেন্দ্রীয় বাজেটে
জীবনবিমায় বিলগ্নীকরণে ৭৪%
চা শিল্পে হাজার কোটি টাকার অনুদান মঞ্জুর