February 24, 2021

জুলফিকার আলি,

গত পয়লা জুলাই দুই হাজার কুড়ি ‘ডঃ ডে’ সকাল সাড়ে দশটার সময় পীতপুর সুপারস্পেস্যালিটি হসপিটালে ডাক্তারবাবু ছিলেন আর সাফাই কর্মী, রোগীদের প্রত্যেককে হরলিক্স ফল বিতরণ করে
টাউন মহিলা তৃণমূল কংগ্রেস। প্রতাপপুর হেলথ্ সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল সেখানে বাচ্চাদের পোলিও কার্ড তা র সঙ্গে ফল দুধ বিতরণ. সন্ধ্যেবেলায় সাতটার সময় সুমনা মহাপাত্র পাঁশকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 800 জনকে ফল দুধ করে।