January 20, 2021

শ্যামল রায়,


অকন্ঠ মদ্যপান করায় মৃত্যু হল এক যুবকের। শনিবার নবদ্বীপ থানার পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম বাপ্পা দে বয়স -৪৫। বাড়ি নবদ্বীপ শহরের ফাঁসিতলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে বাপ্পা দে গতকাল রাতে থানা সংলগ্ন রেড জোন এলাকায় গিয়েছিল। অভিযোগ যে ওখানেই প্রচুর মদ্যপান করা অসুস্থ হয়ে পড়ে। রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ দ্রুত নবদ্বীপের যে হাসপাতালে ভর্তি করে দেয়। রাতেই মৃত্যু হয় ওই যুবকের। শনিবার মৃতদেহটি হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে পুলিশ এবং ময়নাতদন্ত হয় কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে। মৃত যুবকের ভাই তাপস দে জানিয়েছেন যে আমরা পাঁচ ভাই বাপ্পা কাজকর্ম করত না মদ্যপান অবস্থায় বাড়িতে এসে অশান্তি তৈরি করতো। গতকাল অত্যাধিক মদ্যপান করায় মৃত্যু হয়েছে ভাইয়ের।