May 17, 2022

কমল বড়া,

   প্রতি রবিবারের মত আজও পূর্বস্থলী ১ নং ব্লকের বাশদহ ও চাঁদের বিলে ‘পূর্ব বর্ধমান প্রকৃতি ও পশুপ্রেমী সংঘে’র উদ্যোগে ১০০ সুপারি গাছ লাগানোর পাশাপাশি বিলের স্নানের ঘাটে জমে থাকা পানা নিজে জলে নেমে পরিস্কার করেন পশ্চিমবঙ্গ সরকারের ম মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়।