সেখ সামসুদ্দিন,
পেট্রল, ডিজেল ও ডোমেস্টিক গ্যাসের বিগত ১ মাসে ২২ বার মূল্য বৃদ্ধির প্রতিবাদে মন্তেশ্বর বিধানসভা এলাকার সাতগাছিয়া বাজারে বিক্ষোভ পদযাত্রা করা হয়। উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা, মেমারি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুরমু, সহ সভাপতি অমর সাহা, এলাকার জনপ্রতিনিধি, নেতৃত্ব সহ কর্মী সমর্থকবৃন্দ।
More Stories
কাটোয়ার দাঁইহাটে উদ্ধার প্রাচীন মূর্তি
প্রাচীন নিদর্শন ঘিরে চাঞ্চল্য মঙ্গলকোটে
ভোটের বোম? কাড়লো শিশুর জান