সুরজ প্রসাদ,
মঙ্গলবার বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বিজেপি কর্মীদের মারধোর করা হয় বলে অভিযোগ। জামিনে মুক্তি পাওয়া কর্মীসমর্থকদের সংশোধনাগার থেকে সংশোধনাগার থেকে আনতে গেলে স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপির চারজন কর্মকর্তাকে মারধর করা হয় বলে বিজেপির দাবি। এই ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যায় বর্ধমান সদর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির অন্যতম জেলা সম্পাদক শ্যামল রায় বলেন , কখন থানা,কখন সংশোধনাগারে বিজেপি আক্রান্ত হচ্ছে। তাই পুলিশকে কড়া হুশিয়ারি দিতেই তাদের এই বিক্ষোভ
More Stories
একুশে বিধানসভা ত্রিশঙ্কু হলে তৃণমূল কে কখনোই সমর্থন নয়, জানালেন সূর্যকান্ত
সেলফিতে মেজাজ হারালেন জয়া বচ্চন
কোটিপতি মদন মিত্র, অথচ নেই নিজের গাড়ি!