May 17, 2022

কমল বড়া,

মন্তেশ্বর ব্লক অফিসে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ।
মন্তেশ্বর ব্লকের পরিযায়ী শ্রমিক সংখ্যা প্রায় 5 থেকে 6 হাজার এই সকল পরিচয় শ্রমিকরা লকডাউনের সময় যে যার মতো করে নিজের রাজ্যে ফিরে এসেছে, পরিযায়ী শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে 100 দিনের কাজ ও খাদ‍্য দ্রব‍্য অনুমোদন করেছেন কিন্তু মন্তেশ্বর ব্লকের পরিযায়ী শ্রমিকরা সরকারের কোনো অনুমোদন পায়নি, তার জন্য আজ মন্তেশ্বর ব্লক অফিসে বিক্ষোভ সমাবেশে কয়েকশো পরিযায়ী শ্রমিক ব্লক আধিকারিক কে তাদের সমস্যার কথা জানালে তার সদুত্তর না পাওয়ায় ক্ষোভ উগড়ে দিলো শ্রমিকরা তারা সরকারি অনুমোদন ঠিকঠাক না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেয় এ বিষয়ে জানতে চাওয়া হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি ব্লক আধিকারিকের নিকট।