November 30, 2021

সুকান্ত ঘোষ

গত এক মাসের ব্যবধানে এই নিয়ে পরপর দু’বার ঘটলো আজব ঘটনা । আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় ফের আরও একবার পুলিশের নজর এড়িয়ে চার নম্বর পিলার ধরে হাওড়া ব্রিজে উঠে পড়েন ডলি ঘোষ নামের মানসিক ভারসাম্যহীন এক মহিলা। মিনিট দশেকের মধ্যেই তাকে উদ্ধার করে নর্থ পোর্ট থানার পুলিশ। উল্লেখ্য, এর আগেও গত ৭ জুন সন্ধ্যায় হাওড়া ব্রিজে উঠে পড়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ওই মহিলা এদিনও অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন। কিভাবে তিনি আবার হাওড়া ব্রিজে উঠে পড়লেন নর্থ পোর্ট থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

%d bloggers like this: