সুকান্ত ঘোষ
গত এক মাসের ব্যবধানে এই নিয়ে পরপর দু’বার ঘটলো আজব ঘটনা । আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় ফের আরও একবার পুলিশের নজর এড়িয়ে চার নম্বর পিলার ধরে হাওড়া ব্রিজে উঠে পড়েন ডলি ঘোষ নামের মানসিক ভারসাম্যহীন এক মহিলা। মিনিট দশেকের মধ্যেই তাকে উদ্ধার করে নর্থ পোর্ট থানার পুলিশ। উল্লেখ্য, এর আগেও গত ৭ জুন সন্ধ্যায় হাওড়া ব্রিজে উঠে পড়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ওই মহিলা এদিনও অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন। কিভাবে তিনি আবার হাওড়া ব্রিজে উঠে পড়লেন নর্থ পোর্ট থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
More Stories
কয়লা – গরু পাচার মামলায় পুলিশের কারা তটস্থ?
কুলটিতে গাঁজা সহ গ্রেপ্তার ১
সশস্ত্র দুস্কৃতি গ্রেপ্তার আসানসোলে