সেখ রতন,
গত 2 জুন বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় খুন হন 84 বছরের বৃদ্ধ গোরাচাঁদ দত্ত। ওইদিনই পুলিশ তদন্তের জন্য ডগ স্কোয়াড কে ডাকে তারপর ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরাও আসে তদন্তের জন্য. শনিবার কলকাতা থেকে আসে ফরেনসিক দল ডক্টর সি সরকারের নেতৃত্বে. ঘটনাস্থলে হাজির হয়েছিলেন বর্ধমান থানার আইসি পিন্টু সাহা ও ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র. সূত্র মারফত জানা যায় ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়. মৃতের স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বলে ফরেনসিক দল।
More Stories
নাবালিকা উদ্ধারে তৎপর মঙ্গলকোট পুলিশ
কল্যানেশ্বরী পুলিশে শীতবস্ত্র বিলি
বিহার থেকে বাসে অস্ত্র আসছে আসানসোলে