সেখ সামসুদ্দিন
বনবিবিতলা উচ্চ বিদ্যালয় উঃ মাঃ রুফটপ গার্ডেন এর শুভ সূচনা করা হল ‘ইচ্ছে’ স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায়। সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও পরিচালক সমিতির সদস্যর উপস্থিতিতে এই কাজ করা হয়। প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় জানান যে ইচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা পরবর্তী ধাপে বিদ্যালয়ে একটি রুফটপ কিচেন গার্ডেনও তৈরিতে সাহায্য করবে। ইচ্ছে সংস্থার কর্মকর্তা অনিমেষ দত্তও একই কথা জানান।
More Stories
রাশিদা বিবির লিভার টিউমার সারবে স্বাস্থ্যসাথী কার্ডে
পশ্চিম বর্ধমানে করোনা ভাক্সিন ১৯০০০
মেডিকেল কলেজ হচ্ছে শান্তিনিকেতনে