January 23, 2022

সুরজ প্রসাদ

বেহাল রাস্তা সারাইয়ের দাবীতে পথ অবরোধ করল গ্রামবাসীরা। বর্ধমানের সড়াইটিকর পঞ্চায়েতের অধীনে সড়াইটিকর রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ থাকায় সমস্যার মধ্যে পরেছেন স্থানীয় মানুষজন। পঞ্চায়েতকে বার বার জানিয়েও কোন ফল হয়নি।এই রাস্তা খারাপ থাকায় বর্ষাকালে দূর্ভোগের মধ্যে পরেছেন মানুষজন। তাই আজ বাধ্য হয়েই এই রাস্তা অবরোধ বলে জানালেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত এই সমস্যা না মিটলে আরও বড় আন্দোলন করবেন বলে জানালেন গ্রামবাসীরা