সেখ সামসুদ্দিন
সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া ও বিজেপির জনবিরোধী নীতির প্রতিবাদে বাঘনাপাড়া যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাঘনাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অঞ্চল সভাপতি পরীক্ষিত ঘোষের নেতৃত্বে বাঘনাপাড়া রথতলাতে পথসভা করা হয় । উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ দাস, সুশীল দা, তারক নাথ, বাবর সেখ, জিয়াউল, রাহুল , বাপি, কার্তিক, সন্তু, হাসান, গুপিন, বাপ্পা, অসমারুল, আতাউল, কালো ভাই, গোপাল দা, শামীম সহ সকল নেতৃত্ব। এই সভায় কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়।
More Stories
কল্যানেশ্বরী অঞ্চল তৃণমূল কমিটি গঠন
বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু প্রার্থী খুঁজছে বিজেপি
চাষিদের মা দুর্গার নামে শপথ নিয়ে পরিবর্তনের ডাক জেপি নাড্ডার