সাধন মন্ডল
করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেল জঙ্গলমহলের রায়পুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা। গতকাল হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলে হাসপাতালে থাকা রোগী ও তার পরিবারের মধ্যে একটা আতঙ্ক দেখা দেয় অনেকেই হাসপাতাল ছেড়ে বাড়ি পালিয়ে যেতে উদ্যত হয় স্বাস্থ্যকর্মীরা ও উপস্থিত থাকা সিভিক ভলেন্টিয়ার রা তাদের বুঝিয়ে ইনডোরে রেখে দেয় পরে ওই রোগীর সংস্পর্শে থাকা সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর লালারসের নমুনা নেওয়া হয় ও হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন তাতে উল্লেখ করেন জরুরী পরিষেবা ছাড়া হাসপাতালের সমস্ত রকম পরিষেবা বন্ধ থাকল তাই আজ দিনভর হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ রয়েছে।
More Stories
পরিবেশবান্ধব গাড়িতে জোর এবার কেন্দ্রীয় বাজেটে
জীবনবিমায় বিলগ্নীকরণে ৭৪%
চা শিল্পে হাজার কোটি টাকার অনুদান মঞ্জুর