December 4, 2021

ইচ্ছে প্রদীপ
দেবস্মিতা রায় দাস

তোর জন্য হাসতে রাজি
তোর আকাশে বাঁচতে রাজি
তোর জন্য স্বপ্নরঙে
পাতায় পাতায় সাজতে রাজি।

জীয়নকাঠির এক টানেতে
সাত সুরেতে ধরল বাজি
কথায় কথায় ছন্দ ঝড়ায়
গন্ধে তারি মাতলো সাজি।

যেদিকপানে তাকাই এসে
সেদিকপানেই তোর হাতছানি
মনমাঝারে কিসের তুফান
উঠল হঠাৎ আমি ই জানি।

হৃদয়মাঝে মাদল বাজে
অর্থ তার মন জানে যে
প্রেমের গানের মালা গেঁথে
গন্ধে পুষ্পে ভরল সাজি।।

%d bloggers like this: