May 17, 2022

সেখ নিজাম আলম

স্বনির্ভরগোষ্ঠির বিক্ষোভ – লোন নেওয়ার জন্য সই করতে হলেই এক হাজার টাকা লাগবে এমন অভিযোগ করলেন গলসি ১ নং ব্লকের লোয়া রামগোপালপুর অঞ্চলের সি,এস,পি মুনমুন সেনের বিরুদ্ধে। অভিযোগ তুললেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের বক্তব্য সি,এস,পির সই ছাড়া ব্যাঙ্ক ম্যানেজার লোন দেন না। তাই সি,এস,পির সঙ্গে ব্যাঙ্ক ম্যানেজারের আঁতাত আছে বলে অভিযোগ করেছেন সনির্ভর গোষ্ঠীর মহিলারা। লোন না পেলে লক ডাউনে আমাদের চলবে কি করে,এমন দাবী নিয়ে মুনমুন সেনের বাড়ীর সামনে এলাকার মহিলারা বিক্ষোভ দেখালে মুনমুন সেন টেলিফোনে জানান,এটা পরিকল্পিত মিথ্যা অভিযোগ। গলসি থানা,বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে বিষয়টি জানানো হয়েছে। তারাই এর সুষ্ঠু মীমাংসা করবেন বলে তিনি জানিয়েছেন।