সুরজ প্রসাদ
আজ ভোর থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে পূর্ব বর্ধমানের সর্বত্র। তাই রাস্তাঘাট একেবার সুনসান। একদিকে লকডাউন অন্যদিকে বৃষ্টির জন্য বর্ধমান শহরে এদিন সকাল থেকে রাস্তায় লোকজন বের হয় নি।চলেনি গাড়ি ঘোড়াও।এমনিতেই বর্ধমান পৌরএলাকায় বুধবার থেকে সাতদিনের লকডাউন জারি হয়েছে। আর এদিন গোটা রাজ্যে লকডাউন।রাস্তার মোড়ে মোড়ে পুলিশ কর্মীরা আছে।লকডাউনে বেপরোয়া মানুষজনকে আটকাতে পুলিশ গতকাল থেকেই সক্রিয় হয়েছে।
গতকাল কোভিডে ফের আর একজনের মৃত্যু হওয়ায় গোটা জেলায় মোট করোনায় আক্রান্ত মৃত্যুের সংখ্যা পাঁচ। অন্যদিকে এক ধাক্কায় জেলায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে মারাত্মক ভাবে। মঙ্গলবার যেখানে কনটেন্টমেন্ট জোনের সংখ্যা ছিল ৮০। সেখানে গতকাল তা বেড়ে হয়েছে ১৭১।

More Stories
রাশিদা বিবির লিভার টিউমার সারবে স্বাস্থ্যসাথী কার্ডে
পশ্চিম বর্ধমানে করোনা ভাক্সিন ১৯০০০
মেডিকেল কলেজ হচ্ছে শান্তিনিকেতনে