November 30, 2021

মৃত বলরাম সিং এর পরিবারের সাথে দেখা করতে এলেন বারাবনি বিধায়ক

কাজল মিত্র

– তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলরাম সিং কে ১৭জুলাই চিত্তরঞ্জন রেল কারখানার জে.এস.ডি গেটের সামনে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়েছিল।
পুলিশের অনুমান মৃত বলরাম সিং চিত্তরঞ্জন রেল কারখানায় স্ক্রাপ নিলামীর ব্যাবসা করতেন,এই ব্যাবসার কারনে তাকে গুলি করে হত্যা করার কথা উঠে এসেছে।
এই ঘটনার জেরে চিত্তরঞ্জন পুলিশ তিন জনকে গ্রেপ্তারও করেছে,পুলিশের অনুমান এই ঘটনার পিছনে আরো অনেক মাথা রয়েছে,তাই প্রশাসন জোর
কদমে তদন্ত শুরু করেছে।
শুক্রবার সকালে মৃত বলরাম সিং এর বাড়িতে গিয়ে বলরাম সিং এর পরিবারের সাথে সাক্ষাৎ করে তার পরিবারকে আশ্বাস দেন তৃণমূল কংগ্রেস তাদের পাশে রয়েছে সর্বদায়,এই ঘটনায় যারা দোষী তারা যেই হোক না কেনো তাদের শাস্তি হবে।কারন মানুষ হিসাবে বলরাম সিং খুব ভালো ছিল, আর আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীও ছিল ।
বিধায়কের সঙ্গে মৃত বলরাম সিং এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছালেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ অনেকে।

%d bloggers like this: