September 19, 2021

সাধন মন্ডল

আগামীকাল সারা রাজ্য জুড়ে যে লকডাউন এর ঘোষণা হয়েছে তা বলবৎ থাকছে এবং আগামী 29 তারিখ সারা রাজ্যে লকডাউন পালিত হবে এর মাঝেই বাঁকুড়া জেলা প্রশাসন সমস্ত বিভাগের আধিকারিকদের নিয়ে এক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আগামী 26 তারিখ থেকে 30 তারিখ বিকেল পর্যন্ত বাঁকুড়া জেলার বাঁকুড়া পৌরসভা,, বিষ্ণুপুর পৌরসভা, ও সোনামুখী পৌরসভা এলাকার সমস্ত দোকানপাট বন্ধ থাকবে ও যান চলাচল বন্ধ থাকবে। জেলাশাসক অরুন প্রসাদ জানিয়েছেন আগামী 30 তারিখ পর্যন্ত লকডাউন চলবে পৌর শহর গুলোতে, তবে অত্যাবশ্যকীয় পণ্য লকডাউন এর আওতার বাইরে থাকছে জেলায় করোনার বাড়বাড়ন্তের কারণেই এই লকডাউন বলে জানা গেছে। আগামীকালের লকডাউন ঠিকমতো পালন যাতে হয় সে ব্যাপারে সচেষ্ট পুলিস প্রশাসন।আজ বিভিন্ন থানা এলাকায় পুলিসের পক্ষ থেকে এ ব্যাপারে মাইকে প্রচার চালানো হয়।

%d bloggers like this: