সাধন মন্ডল
আগামীকাল সারা রাজ্য জুড়ে যে লকডাউন এর ঘোষণা হয়েছে তা বলবৎ থাকছে এবং আগামী 29 তারিখ সারা রাজ্যে লকডাউন পালিত হবে এর মাঝেই বাঁকুড়া জেলা প্রশাসন সমস্ত বিভাগের আধিকারিকদের নিয়ে এক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আগামী 26 তারিখ থেকে 30 তারিখ বিকেল পর্যন্ত বাঁকুড়া জেলার বাঁকুড়া পৌরসভা,, বিষ্ণুপুর পৌরসভা, ও সোনামুখী পৌরসভা এলাকার সমস্ত দোকানপাট বন্ধ থাকবে ও যান চলাচল বন্ধ থাকবে। জেলাশাসক অরুন প্রসাদ জানিয়েছেন আগামী 30 তারিখ পর্যন্ত লকডাউন চলবে পৌর শহর গুলোতে, তবে অত্যাবশ্যকীয় পণ্য লকডাউন এর আওতার বাইরে থাকছে জেলায় করোনার বাড়বাড়ন্তের কারণেই এই লকডাউন বলে জানা গেছে। আগামীকালের লকডাউন ঠিকমতো পালন যাতে হয় সে ব্যাপারে সচেষ্ট পুলিস প্রশাসন।আজ বিভিন্ন থানা এলাকায় পুলিসের পক্ষ থেকে এ ব্যাপারে মাইকে প্রচার চালানো হয়।
More Stories
পরিবেশবান্ধব গাড়িতে জোর এবার কেন্দ্রীয় বাজেটে
জীবনবিমায় বিলগ্নীকরণে ৭৪%
চা শিল্পে হাজার কোটি টাকার অনুদান মঞ্জুর