আগামী বিধানসভায় মমতা ব্যানার্জীর দলকে মজবুত করতে Sc.st.obc সেলের সাংগঠনিক সভা
কাজল মিত্র
:- কুলটি বিধানসভার অন্তর্গত Sc.st.obc সেলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো বরাকর পথের সাথী হলে। এই সভায় বিশেষ ভাবে উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি মহাশয় ও কুলটি ব্লক প্রেসিডেন্ট মহেশ্বর মুখার্জি ।সভার মধ্যে দলীয় কর্মীদের আরো মজবুত করার জন্যে উজ্জ্বল চ্যাটার্জি সকলকে একসাথে চলার নির্দেশ দেন। তাছাড়া পুরোনো কর্মীদের ফিরিয়ে আনার সাথে সাথে বহু এসসি , ও এসটি কর্মী রয়েছে যারা তৃণমূলের সক্রিয় কর্মী তাদের দলের প্রথম সারিতে রেখে দলকে মজবুত করতে হবে ।এদিন এই কর্মী সভায় বিজেপি এসসি এসটি সেলের বহু কর্মীরা কুলটি বিধায়ক উজ্জল চাটার্জী ও মহেশ্বর মুখার্জির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ।এদিনের এই কর্মিসভায় উপস্থিত ছিলেন এসসি এসটি ও ওবিসি সেলের জেলা সভাপতি মোহন ধীবর,কুলটি যুব সভাপতি সুদীপ চৌধুরী, যুব কার্যকারী সভাপতি সুব্রত বাউরি,মহিলা কার্যকারী সভাপতি মৌমিতা সেনগুপ্ত, সহ আরো অনেকে তৃণমূলের নেতৃত্ববৃন্দ।
More Stories
মেমারিতে চক্ষু পরীক্ষা শিবির
মেমারিতে ইন্ডিয়ান ওয়েলের কাস্টমার ডে
মেমারিতে শ্রমিক মেলা শুরু হয়েছে