December 5, 2021

মাছ ধরতে গিয়ে বজ্রাহত মাঝি   

শ্যামল রায়

কালনার পূর্বস্থলী ১ নং  ব্লকের বাশদহ বিলে মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল মাঝির। বাজ পড়ে মৃত্যু হয়েছে এক মাঝির। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ১ নং ব্লকের  শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কোবলা গ্রামের বাঁশদাহ বিলে।  নাদনঘাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মাঝির নাম বরুণ প্রামানিক (৩৪)।  বরুণ সোমবার সন্ধ্যে নাগাদ মাছ ধরার জন্য নৌকো নিয়ে বাশদহ বিলের মাঝখানে গিয়েছিল। হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসায় বরুণ পাড়ে ফিরতে পারেনি। প্রচন্ড বিদ্যুৎ চমকায় তারপরে বাজ পড়ে মৃত্যু হয়েছে বরুনের। মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্ত হয় কালনা মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

%d bloggers like this: