January 25, 2021

খায়রুল আনাম

লকডাউনে বীরভূম জেলা প্রায় শুনশানই রয়ে গেলে। কোথাও তেমন কোনও বিশৃঙ্খলা বা অশান্তি ঘটেনি। জেলার সর্বত্রই এদিন পুলিশি তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। বিশেষ প্রয়োজনে কেউ বাইরে বেরুলে তাকে উপযুক্ত কারণ দেখাতে হয়েছে কর্তব্যরত পুলিশকে। অন্যথায় অনেককে কান ধরে ওঠবস করিয়েছে পুলিশ।