সেখ সামসুদ্দিন
মেমারি ১ ব্লকের গোপ গন্তার ১ অঞ্চল তৃণমূল কংগ্রেস অফিসের সামনে বিকালে রাখী উৎসব উপলক্ষে পথচলতি মানুষকে মাস্ক পরানো হয়। উপস্থিত ছিলেন গোপগন্তার ১ গ্রাম পঞ্চায়েত প্রধান করবী ঘোষ, পঞ্চায়েত সদস্য পঙ্কজ বাগ, রূপালী চ্যাটার্জী, জয়গুরু বাগ, সোসাইটির সভাপতি রামচন্দ্র মন্ডল, দলের বর্ষীয়ান সদস্য দেবু ক্ষেত্রপাল, মেমারি চক্রের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি সন্দীপ পাল, অসিত পাল, আসফিয়া খাতুন প্রমুখ কর্মীবৃন্দ। এদিন প্রায় ১ হাজার মানুষকে মাস্ক পরানো হয় বলে জানান পঞ্চায়েত সদস্য রূপালী চ্যাটার্জী।
More Stories
মেমারিতে চক্ষু পরীক্ষা শিবির
মেমারিতে ইন্ডিয়ান ওয়েলের কাস্টমার ডে
মেমারিতে শ্রমিক মেলা শুরু হয়েছে