May 17, 2022

সেখ নিজাম আলম

দমকলের সাহায্যে জীবানুনাশক স্প্রে কাঁকসায় — পশ্চিম বর্ধমান জেলা জুড়ে একের পর এক করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দিনের গত কয়েক দিন ধরে কাঁকসা ব্লক জুড়ে করোনা আক্রান্ত সন্দেহে পরীক্ষার জন্য বেশ কয়েকজনকে কাঁকসার সনকা হাসপাতালে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
যার জেরে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়েছে।
পানাগড়ের বাসিন্দাদের আবেদনে প্রশাসনের পক্ষ থেকে এদিন পানাগড়ের বিভিন্য এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয় দমকলের সাহায্যে।
পাশাপাশি যাদের ভর্তি করা হয়েছে কাঁকসার বিশেষ করোনা হাসপাতালে পরীক্ষার জন্য সেই সমস্ত ব্যক্তিদের সারা বাড়িও এদিন দমকলের সাহায্যে জীবাণুনাশক স্প্রে করা হয়।