August 3, 2021

জুলফিকার আলি

:-বেশ কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার শংকরপুর এলাকায় সমুদ্রের বাঁধ ভেঙে জল ঢুকছিল গ্রামে,অবশেষে প্রশাসনের তৎপরতায় গ্রামের বাসিন্দাদের সুরক্ষার লক্ষ্যে বাঁধ নির্মাণের কাজ চলছিল জোর কদমে,সেই মতন পার বাঁধায়ের জন্য পাথর আনা হচ্ছিল অন্যত্র থেকে, জানা গেছে পারবাঁধায়ের পাথর গোয়ার লরির এক শ্রমিক কাজের শেষে স্নান করতে নামে সমুদ্রে, এরপর নিখোঁজ হয়ে যায় ওই ব্যক্তি, অবশেষে সোমবার বিকেল নাগাদ সমুদ্রের পাড়ে ওই মৃত ব্যক্তি পড়ে থাকতে দেখে গ্রামবাসী,সাথে সাথে খবর দেয়া হয় রামনগর থানার পুলিশকে, জানা গেছে ওই মৃত ব্যক্তির নাম রাজু বেহেরা, বয়স আনুমানিক ৪৮ বছর, জানা গেছে ওই মৃতব্যক্তির বাড়ি উড়িষ্যা রাজ্যের মধুসূদন পুর এলাকায়,এরপর পুলিশ এসে ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

%d bloggers like this: