উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
, কুলতলি বিধানসভার জালাবেড়িয়া-২ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্দ্যোগে বৃহস্পতিবার দুপুরে পূর্ব গাবতলা হরেনের কাঁটার মোড়ে এক রাজনৈতিক কর্মী সভা হয়ে গেল। আগামী ১৯ শে আগষ্ট কুলতলির ড: বি আর আম্বেদকর কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মীসভার সমর্থনে এদিন এই প্রস্তুতিকর্মী সভা হয়ে গেল। উপস্থিত ছিলেন কুলতলি বিধানসভা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও জেলা পরিষদ সদস্য গনেশ চন্দ্র মন্ডল, কুলতলি বিধানসভা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক হাকিম সর্দার, আবু বাক্কার সর্দার, কুলতলি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং জালাবেড়িয়া-২ অঞ্চলের যুব সভাপতি শ্যামাপদ নাইয়া, কুলতলি পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধক্ষ্য মান্যবর হালদার সহ আরো অনেকে। উল্লেখ্য, তৃনমূলের মাদার ও যুব গোষ্ঠীর সদস্য দের একসাথে মিলে মিশে কাজ করার নির্দেশ দিয়েছে দল। সেই পরিপেক্ষিতে জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, জেলা কো অডিনেটর পরেশ রাম দাস, স্থানীয় সাংসদ প্রতিমা মন্ডলের উপস্থিতিতে কুলতলিতে মাদার ও যুব সদস্যদের নিয়ে একটা সভা হবে। চলছে তারই আয়োজন। বিরোধীদের হাতে থাকা এই কুলতলি বিধানসভাকে পাখির চোখ করে এগোচ্ছে তৃনমূল।
More Stories
মঙ্গলকোট বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাচ্ছেন কে?
স্মারকলিপি দিলো মাদ্রাসা ছাত্র ইউনিয়ন
কেন্দ্রীয় বাজেট কে হুক্কাহুয়া বাজেট বললেন তৃণমূল সুপ্রিমো