সেখ সামসুদ্দিন
এদিন রাউতগ্রাম, মেমারি 2 ব্লকের পাহাড়হাটি বাজারে এবং গাৰ্গেশ্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা এবং পথ চলতি মানুষদের মাস্ক ও স্যানিটাইজার দেয়া হয়। উপস্থিত ছিলেন মেমারি ২ ব্লক তৃণমূল সভাপতি তথা জিলা পরিষদ কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল, পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু সহ সভাপতি অমর সাহা এবং দলের কর্মীবৃন্দ।
More Stories
শান্তিনিকেতনে সিকিম উৎসব চলছে
মঙ্গলকোটের কুমুদ সাহিত্য মেলার ইতিকথা
বলগোনায় দোওয়ার মজলিসে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান