January 18, 2021

আমিরুল ইসলাম


কেন্দ্রীয় সরকারের সংবিধান বিরোধী কাজের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা মঙ্গলকোটের ইট্টা বাসস্ট্যান্ডে।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে
আজ( ১৫ আগস্ট ) ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে বিজেপি সরকারের সংবিধান বিরোধী কাজের বিরুদ্ধে ঐক্য বদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সি পি আই এম মঙ্গলকোট এরিয়া কমিটির উদ্যোগে ইট্যা মোড়ে পথসভা হয়।
এই পথসভায় বক্তব্য রাখেন DYFI নেতা মাখন সেখ ,শিক্ষক নেতা মহম্মদ দূকু সি পি আই এম সাহাজাহান চৌধুরী সভাপতিত্ব করেন শাখা সম্পাদক দীনবন্ধু ঘোষ।
কয়েকশো কর্মী আজ এই পথসভায় অংশগ্রহণ করেন।