আমিরুল ইসলাম
যথাযথ সম্মানের সাহিত স্বাধীনতা দিবস পালন করল মঙ্গলকোট থানা।
পূর্ব বর্ধমান জেলা পুলিশের ড্রেসে মঙ্গলকোট থানার পক্ষ থেকে আজ 74 তম স্বাধীনতা দিবস পালন করা হলো যথাযথ সম্মানে।
মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিথুন ঘোষ এর নেতৃত্বে এই স্বাধীনতা দিবস পালন করা হলো আজ।
এখানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিথুন ঘোষ, থানার সমস্ত আধিকারিক এবং মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য আধিকারিক জুলফিকার আলী, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
প্রথমে জাতীয় পতাকা উত্তোলন পরে জাতীয় সংগীত শেষে মিষ্টিমুখ করা হয় সকলের।
More Stories
নাবালিকা উদ্ধারে তৎপর মঙ্গলকোট পুলিশ
কল্যানেশ্বরী পুলিশে শীতবস্ত্র বিলি
বিহার থেকে বাসে অস্ত্র আসছে আসানসোলে