April 12, 2021

আমিরুল ইসলাম

ভাতারের পাটনায় মারুতির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 5।

পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের পাটনা বাস স্ট্যান্ডের কাছে আজ বিকেল পাঁচটার সময় একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন 5 ব্যক্তি।

মারুতি টি বর্ধমান থেকে বলগোনা আসছিল এবং মোটরসাইকেলটি বলগোনা থেকে বর্ধমান দিকে যাচ্ছিল সেই সময়ই মারুতি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় ।এর ফলে মোটরসাইকেল থাকা দুই ব্যক্তি ও মারুতি তে থাকা দুই ব্যক্তি এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পাটনা গ্রামের একটি শিশু মারুতির ধাক্কায় গুরুতর আহত হন।
এর ফলে বর্ধমান কাটোয়া রাস্তা কিছুক্ষণের জন্য যান চলাচলের ব্যাঘাত ঘটে।

ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ। পরিস্থিতি মোকাবেলা করে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়দের অভিযোগ দুটো গাড়ির গতি বেশি থাকার জন্য এই দুর্ঘটনা।
প্রাথমিক অনুমান মোটরসাইকেল আরোহীর বাড়ি কাটোয়ার দায় হাটের এবং মারুতি চালক এর বাড়ি মঙ্গলকোটের বড় পশলায়।

কি কারণে দুর্ঘটনা ভাতার থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।গাড়ি 2টো কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

%d bloggers like this: