জুলফিকার আলি
কাঁথি মুসলিম শরাহ কমিটির প্রাক্তন সভাপতি ( সদর-ঈ শরাহ) ও কাঁথি পৌরসভার প্রাক্তন কমিশনার ডাঃ শেখ সিরাজুল ইসলাম শতবর্ষ পেরিয়ে অাজ সন্ধ্যায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দুই দশক ধরে ১৯৮৫ সাল পর্যন্ত শরাহ্ কমিটির সভাপতি পদে অাসীন ছিলেন।১৯৬৯- ১৯৮১ সাল পর্যন্ত কাঁথি পৌরসভার কমিশনার ছিলেন। এছাড়া কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসা, ছোট দারুয়া মাদ্রাসা সহ বহুবিধ সামাজিক প্রতিষ্ঠান সহ সামাজিক কর্মকাণ্ডে জীবনের শেষ দিন পর্যন্ত যুক্ত ছিলেন। ছোট দারুয়া জামেমসজিদ ও মৈশামুণ্ডা হায়দ্রী মিল্লাত ঈদগাহ -র ইমাম ছিলেন। তার প্রয়াণে দলমত নির্বিশেষে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন।
More Stories
বীরভূমের সরকারি হাসপাতালে রক্তের সংকট
রাশিদা বিবির লিভার টিউমার সারবে স্বাস্থ্যসাথী কার্ডে
পশ্চিম বর্ধমানে করোনা ভাক্সিন ১৯০০০