সেখ সামসুদ্দিন
জুলাই মাস ধরে বৃক্ষরোপণ, বৃক্ষচারা প্রদান ও বৃক্ষ প্রতিপালন কর্মসূচি করেন বৃক্ষবন্ধু তথা হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোমনাথ গুপ্ত। সারা মাস ধরে পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রান্তে, স্কুলে, ক্লাব-সংগঠনকে নিয়ে কাজ করেন। এমনকি কৃতি ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের পড়ুয়াদের হাতেও একটি করে গাছের চারা তুলে দিয়েছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির শিল্প, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্তী স্বপন দেবনাথ করোনা আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত আরোগ্য ও মঙ্গল কামনায় বৃক্ষরোপণ করেন বৃক্ষবন্ধু।
More Stories
এক স্কুলের সভাপতি পদে মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান
আইজেএর বর্ধমান শহরে রক্তদান শিবির
কাবেরী হাসপাতালের সফল লিভার প্রতিস্থাপন