October 20, 2020

আমিরুল ইসলাম


মঙ্গলকোটের কোঁয়ারপুর গ্রামে ইলেকট্রিক শক খেয়ে মারা গেলেন এক ব্যক্তি, এলাকায় শোকের ছায়া।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোয়ারপুর গ্রামে গতকাল রাত্রে ইলেকট্রিক শক খেয়ে মারা গেলেন হরপ্রসাদ ব্যানার্জি নামে পঞ্চান্ন বছর বয়সের এক ব্যক্তি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

পরিবার সূত্রে খবর হরপ্রসাদ ব্যানার্জির নিজস্ব পোল্ট্রি ফার্ম রয়েছে। প্রতিদিনই রাত্রে পোল্ট্রি ফার্মে ঘুমাতে যান। গতকালও সন্ধ্যা থেকেই তিনি পোল্টি ফার্মে ছিলেন। বাড়ির লোক তাকে রাত্রে খাবার জন্য ডাকতে গেলে দেখতে পান তিনি কারেন্টের শক খেয়ে পড়ে রয়েছেন ।তড়িঘড়ি মঙ্গলকোট ব্লক হসপিটালে নিয়ে আসা হয় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আজ মৃতদেহ পোসমাডাম এর জন্য কাটোয়া পাঠানো হচ্ছে।
পুলিশ সূত্রে খবর কি কারণে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।