সাধন মন্ডল
আকাঙ্ক্ষা শর্মা খুনে যাবজ্জীবন কারাদণ্ড হল প্রেমিক উদয়নের। আকাঙ্ক্ষার পরিবারের তার বাবা শিবেন্দ্র শর্মা ও মা শশী শর্মা উদয়নের ফাঁসি চেয়েছে। অন্যদিকে উদয়ন বলেছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যাবে। আজ থেকে চার বছর আগে বাবা মা কে খুন করে বাগানে পুঁতে দেয় উদয়ন। পরে তার প্রেমিকা আকাঙ্ক্ষা কেউ খুন করে পুঁতে দেয়। সাড়ে তিন বছর পর সাজা ঘোষণা হল বাঁকুড়া আদালতে 302 ধারায় খুনের অভিযোগে যাবজ্জীবন ও কুড়ি হাজার টাকা জরিমানা নির্দেশ দেয় আদালত। 2016 সালের 27 শে ডিসেম্বর খুন হয় আকাঙ্ক্ষা। যাবজ্জীবন সাজার পরেও নির্বিকার উদয়ন দাস।
More Stories
ঈদে ঘুরতে গিয়ে মেমারিতে পথের বলি দুই
উড়িষ্যার নাবালিকা কে অপহরণ, ধৃত মঙ্গলকোটের ‘গুনধর’ যুবক
মঙ্গলকোটে সর্ববৃহৎ ইফতার মজলিস