শ্যামল রায়
কালনায় শাড়ি ব্যবসার আড়ালে মদ তৈরি কারবারিকে গ্রেফতার করল পুলিশ
শাড়ি ব্যবসার আড়ালে মদ তৈরির কারবার চলছিল বহুদিন ধরে। কালনা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সাতসকালেই হানা দেয় কালনা শহরের যোগী পাড়ায়। পুলিশ হানা দিয়ে মদ তৈরির কারবারিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম হরে কৃষ্ণ দাস। পুলিশের অভিযোগ দীর্ঘদিন ধরে বাড়িতে শাড়ির ব্যবসা করছিলেন ওই ব্যক্তি কিন্তু আড়ালে-আবডালে মদ তৈরির কারবার চালাতেন এ কথা অনেকেই জানতে না। তারপর আস্তে আস্তে মানুষের কানে পৌঁছে যায় যে ওই বাড়িতে মদ তৈরির কারবার হয়। পৌঁছে যায় পুলিশের কাছে।
বিভিন্ন সূত্রে খবর পেয়ে পুলিশ এদিন ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এবং হাতেনাতে ধরে ফেলে মদ তৈরির কারবারিকে। এদিন ব্যক্তিকে কালনা মহকুমা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অনেকের অভিযোগ শাড়ি ব্যবসার পাশাপাশি এই ধরনের কারবার নিন্দনীয় এবং অবাক করেছে সকলকে।
More Stories
মঙ্গলকোটে অনলাইন জুয়া, উদ্ধার বিপুল সামগ্রী
ঈদে ঘুরতে গিয়ে মেমারিতে পথের বলি দুই
উড়িষ্যার নাবালিকা কে অপহরণ, ধৃত মঙ্গলকোটের ‘গুনধর’ যুবক