July 31, 2021

সুভাষ মজুমদার

সিঙ্গুর সহ রাজ‍্যে শিল্প স্থাপন , শিক্ষা ক্ষেত্রে নৈরাজ‍্য, সরকারী প্রতিষ্টান বেসরকারিকরনের মাধ‍্যমে যুবক যুবতীদের কর্মহীন করা, দেশে কর্ম সংস্থান বাড়ানো সহ একাধিক দাবিতে বামপন্হী ছাত্র ,যুব সংগঠনের সদস‍্যদের মিছিল হুগলীর সিঙ্গুরে।। সিঙ্গুরের বুড়াশানি ১১ নং রেল গেট সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়ে সিঙ্গুরের বিভিন্ন পথ পরিক্রমা করে বামপন্হী ছাত্র যুবদের এই মিছিল।।
জেলা sfi এর সম্পাদক অমৃতেন্দু দাসের অভিযোগ, সিঙ্গুরে ৮০ শতাংশ টাটার কারখানা তৈরী হয়ে যাবার পরেও তৃনমুল ,বিজেপি মিলে কারখানা ধ্বংস করে দেয়।
অন‍্যদিকে বিজেপি হুগলী সাংগঠনিক জেলা সহ সভাপতি সঞ্জয় পান্ডে বলেন, বামপন্হীরা ৮০শতাংশ কারখানা বন্ধ করে দেবার পর তৃনমুল বাকি ২০ শতাংশ কারখানা বন্ধ করে দিয়েছে। ২০২১এর বিজেপি ক্ষমতায় এসে সিঙ্গুরের এই জমিতে কারখানা করবো।।।

%d bloggers like this: