May 17, 2022

আমিরুল ইসলাম


মঙ্গলকোটের কৈচরে সিপিএমের মিছিল ও পথসভা।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের সি পি আই এম মঙ্গলকোট এরিয়া কমিটির উদ্যোগে সীতারাম ইয়েচুরি ও বিভিন্ন কর্মীদের নাম জড়িয়ে সাজানো মামলা ও চার্জশিট করার বিরুদ্ধে ও হরিয়ানায় কৃষকদের উপর পুলিশি নৃশংস আক্রমনের প্রতিবাদে কৈচরে এক মিছিল ও পথসভার আয়োজন করা হয় ৷ এই মিছিলে উপস্থিত ছিলেন সি পি আই এম পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্যা সুদীপ্ত বাগচী, মঙ্গলকোট এরিয়া কমিটির সম্পাদক দুর্যোধন সর ,সি পি আই এম মঙ্গলকোট এরিয়া কমিটির সদস্য সাহাজাহান চৌধুরী ও আরও অনেকে ৷মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সুদীপ্ত বাগচী