আমিরুল ইসলাম
মঙ্গলকোটের ঝিলু গ্রামের নবদম্পতি অভিনব উদ্যোগ, বিয়ের খরচা বাঁচিয়ে বস্ত্র বিতরণ করলেন।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ঝিলু গ্রামের নবদম্পতি নাজির শেখ ও বাবলি খাতুন অভিনব উদ্যোগ নিলেন ।তাদের বিবাহের খরচা বাঁচিয়ে প্রায় 100 দুস্থ গরিব মানুষদের বস্ত্র বিতরণ করলেন, পাশাপাশি এলাকাকে সবুজ উন্নয়ন করতে প্রায় 50 টি ফলের গাছ বিতরণ করেন ।
এমনকি করোনার আবহে মাস্ক ও সেনেটারিজ বিতরণ করেন।
তাদের এই অভিনব উদ্যোগে খুশি হয়েছেন ঝিলু গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ।
নতুন বর নাজির শেখ জানান, আমি দেখেছি প্রশাসন করোনার সঙ্গে দারুণভাবে লড়ে চলছে। পুলিশ, স্বাস্থ্যকর্মীরা রাত দিন পরিশ্রম করছেন ।আমার বিয়ে অনেকদিন আগেই ঠিক হয়েছিল, কিন্তু করোনার জন্য বার বার তারিখ পাল্টানো হয়েছে ।তাই অবশেষে ঠিক করলাম বিবাহ করব কিছু সামাজিক কাজের মাধ্যমে। তাই এই ছোট্ট অনুষ্ঠান করলাম ।আমি চাই সকলে এগিয়ে আসুক তবে সমাজ সুন্দর হবে ।
More Stories
বস্ত্রবিলিতে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মঙ্গলকোটে
জনহিতকর উদ্যোগে পালিত হলো তৃণমূল নেতা হুমায়ুন কবিরের ৫৮ তম জন্মবার্ষিকী
শেওড়াফুলিতে চললো কবি সম্মেলন