May 19, 2022

সুকান্ত ঘোষ,

করোনা সংক্রমণ এড়াতে ধাপে ধাপে চলছে লকডাউন।বিশ্ববাসীর দৈনন্দিন আয় যেখানে ক্রমশ নিম্নমুখি। সেখানে তিন শতাধিক এলাকাবাসীদের রীতিমতো ‘বিয়ের ভোজ’ তুল্য অতিথিসেবা করলো মঙ্গলকোটের নুতনহাট বাইপাস মোড়ে থাকা এক রেস্টুরেন্ট সহ হোটেল কর্তৃপক্ষ। ৭ নং রাজ্য সড়কপথে থাকা মঙ্গলকোটের নুতনহাট বাইপাসের ধারে নিউ আলাদিন সুপার মার্কেটের দোতলায় ‘আর এম.রেস্টুরেন্ট এন্ড হিন্দু হোটেল’ কর্তৃপক্ষ আজ অর্থাৎ মহালয়ার শুভ দিনে তাদের উদ্বোধনী অনুষ্ঠান টি তিন শতাধিক এলাকাবাসীদের মাছ – মুরগি সহ নানারকম সবজি দিয়ে আতিথিয়েতা করলো। হোটেল মালিক মাধব গড়াই জানান – ‘ মহালয়ার দিন এলাকাবাসীদের খাইয়ে খুবই তৃপ্তি লাভ করলাম ‘। উল্লেখ্য, চিকেন – মটন বিরিয়ানির পাশাপাশি নানারকম খাবারের আয়োজন রয়েছে অত্যাধুনিক এই রেস্টুরেন্ট সহ হিন্দু হোটেলে।