সুরজ প্রসাদ
বর্ধমান রেলস্টেশনের উপর পুরানো সেতুটি সম্প্রতি ভেঙ্গে ফেলার নোটিশ দেওয়া হয়েছে। এই সিধান্তের বিরুদ্ধে পথে নামল বর্ধমান শহর জনপ্রিয় হকার্স ইউনিয়ন। এদিন তাঁরা ওভারব্রিজ চত্বরে একটি প্রতিবাদ সভা করা হয়। সভা থেকে এই সিন্ধান্তের প্রতিবাদের পাশাপাশি রেলের বেসরকারীকরণের বিরোধিতা করা হয়। এরপর এক সংগঠনের এক প্রতিনিধি দল জেলাশাসককে স্মারকলিপি প্রদান করে।সংগঠনের পক্ষে সম্পাদক ঝর্ণা পাল বলেন, চলাচলের বিকল্প ব্যবস্থা না করে পুরানো সেতু ভেঙ্গে ফেলার সিধান্ত বাতিল করা সহ ৫ দফা রাখা হয় এদিন।
More Stories
এক স্কুলের সভাপতি পদে মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান
আইজেএর বর্ধমান শহরে রক্তদান শিবির
কাবেরী হাসপাতালের সফল লিভার প্রতিস্থাপন