খায়রুল আনাম
বীরভূম : বোলপুর-ইলামবাজার সড়কে চৌপাহাড়ি জঙ্গল এলাকায় হামেশাই রাতের দিকে গাড়ি থামিয়ে অস্ত্রশস্ত্র দেখিয়ে লুঠপাটের ঘটনা ঘটছে। ইলামবাজার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, জনা পনেরোর একটি ডাকাতদল জঙ্গল এলাকায় ডাকাতির উদ্দেশ্য জড়ো হয়েছে। বিশাল পুলিশ বাহিনী সেখানে হানা দিলে ডাকাতদলের অনেকেই গভীর জঙ্গলে গা ঢাকা দেয়। পুলিশ আনোয়ার হোসেন ও শেখ আঙ্গুর নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে বলে জানা গেল।
More Stories
ঈদে ঘুরতে গিয়ে মেমারিতে পথের বলি দুই
উড়িষ্যার নাবালিকা কে অপহরণ, ধৃত মঙ্গলকোটের ‘গুনধর’ যুবক
মঙ্গলকোটে সর্ববৃহৎ ইফতার মজলিস