May 19, 2022

খায়রুল আনাম

বীরভূম : কেন্দ্রের জনবিরোধী বিভিন্ন নীতির বিরুদ্ধে বাম ও কংগ্রেসে পক্ষ থেকে যে গণ বিক্ষোভের ডাক দেওয়া হয়, তা জেলার বিভিন্ন প্রান্তে পালিত হয়। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বাম ও কংগ্রেসের পক্ষ থেকে এই যৌথ গণ আন্দোলনের ডাক দিয়ে একদিকে তারা যেন মানুষের কাছে পৌঁছাতে চেয়েছে তেমনি, নিজেদের জন সমর্থনও যাচাই করে নিতে চেয়েছে। আর এই দু’টি ক্ষেত্রেই জেলায় ডাহা ফেল করলো এই জোট।।