খায়রুল আনাম,
বীরভূম : কথা ছিলো, বর্ষার আগেই মেরামত করা হবে তিলপাড়া ব্যারাজের উপরের মিহিরলাল চট্টোপাধ্যায় সেতুর রাস্তা। সেই রাস্তা এতদিনে মেরামতির কাজে হাত দেওয়া হয়েছে। এরফলে বেশকিছু যাবাহন কে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য পথে। সিউড়ী-মহম্মদবাজার ৬০ নম্বর জাতীয় সড়ক ওয়ান ওয়ে করে, মহম্মদবাজার থেকে সিউড়ী আসা গাড়িগুলি জাতীয় সড়ক ধরে যাতায়াত করছে। দুবরাজপুর থেকে আসা গাড়িগুলি রানিশ্ব হয়ে শেওড়াকুড়ি হয়ে যাচ্ছে। লম্বধরপুর মোড়ের কাছের গাড়িগুলিকে খটঙ্গার দিকে ঘুরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
More Stories
এক স্কুলের সভাপতি পদে মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান
আইজেএর বর্ধমান শহরে রক্তদান শিবির
কাবেরী হাসপাতালের সফল লিভার প্রতিস্থাপন