শুভ ঘোষ,
ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন হাওড়া বালি ষষ্ঠীতলা (পূর্ণলেখা লজ) শ্রমিক সম্মেলন হয়। উপস্থিত ছিলেন হাওড়া জেলার সভাপতি (BJMTU )ডক্টর তরুণ নন্দী, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বৈদ্য দে, কেন্দ্রীয় কার্যকরি সভাপতি(BJMTU) সাধারণ তালুকদার ,পশ্চিমবঙ্গে রাজ্য কমিটির সভাপতি(BJMTU) রাকেশ সিং, ডোমজুড় বিধানসভার সভাপতি শিবাজী ভট্টাচার্য এবং ব্লক সভাপতি কাঞ্জি(BJMTU) আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল সাংগঠনিক পর্যালোচনা, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির বিষয়বস্তুকে তুলে ধরা,এবং এবং আগামী দিনের শ্রমিক সংগঠনের মূল বিষয়বস্তু কি হতে চলেছে।
More Stories
কল্যানেশ্বরী অঞ্চল তৃণমূল কমিটি গঠন
বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু প্রার্থী খুঁজছে বিজেপি
চাষিদের মা দুর্গার নামে শপথ নিয়ে পরিবর্তনের ডাক জেপি নাড্ডার