October 24, 2020

আমিরুল ইসলাম,


ফের চোলাইয়ের বিরুদ্ধে বড়োসড়ো সফলতা পেল ভাতার থানা, গ্রেপ্তার 5।

চোলায়ের বিরুদ্ধে ফের বড়োসড়ো সফলতা ভাতার থানার পুলিশ। 140 লিটার মদসহ গ্রেপ্তার 5 । গ্রেপ্তার হওয়া ধৃতদের নাম রাজু দাস প্রভাত দাস ও চাপি দাস, এই তিন ব্যক্তির বাড়ি ভাতারের বড়পশলায় রবি মুর্মু ও ফুল মনি দাস বাড়ি ভাতারের কুবাজপুর গ্রামে। ধৃত 5 জনকে বিচার বিভাগের জন্য বর্ধমান আদালত পাঠানো হয়েছে।
ভাতারের বিভিন্ন জায়গায় চোলাই মদের রমরমিয়ে চলছে ব্যবসা ।তারই খবর পেয়ে গোপন সূত্রে ওই দু’টি গ্রামে হানা দেয় ভাতার থানার পুলিশ। পুলিশের উদ্যোগে খুশি সাধারণ মানুষ।