November 30, 2021

আমিরুল ইসলাম,

  ;ভাতার পঞ্চায়েত  সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে পাট্টা বিতরণ হলো আজ ।ভাতার ব্লক ভূমি দপ্তর ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে ৫১জন দারিদ্র ব্যক্তিদের পাট্টা বিতরণ করা হয় এদিন।করোনা স্বাস্থ্যবিধি বজায় রেখে  দুটি ভাগে ভাগ করে এই পাট্টা বিতরণ করা হচ্ছে। আজ ২৫ জন ব্যক্তিকে পাট্টা দেওয়া হয়েছে  বাকি আগামীকাল দেওয়া হবে।এই পাট্টাবিলি সভায় উপস্থিত ছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ  মানগোবিন্দ অধিকারী, ভাতার ভূমি দপ্তরের আধিকারিক সৌমেন চ্যাটার্জী। পাট্টা পেয়ে খুশি ভাতারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মানুষ।বলগোনা অঞ্চলের বাসিন্দা ইদ্রিস মোল্লা জানান – “দীর্ঘদিন জমির পাট্টা জন্য বহু জায়গায় ঘুরেছি। আজ সরকারিভাবে সেই পাট্টা দেওয়া হলো, প্রশাসনকে অনেক ধন্যবাদ”।

%d bloggers like this: