October 21, 2020

আমিরুল ইসলাম,

মঙ্গলকোটের নতুনহাটে পথ দুর্ঘটনায় গুরুতর আহত 2

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাটে আজ সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলেন দুই ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীদের দাবি মোটরসাইকেলটি নতুনহাট থেকে বাইপাসের দিকে আসছিল। সেই সময় সামনে একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় মোটরসাইকেলে থাকা দুইজন যুবক।
গুরুতর আহত হয় ওই দুই যুবক তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে মঙ্গলকোট ব্লক হসপিটালে ভর্তি করেন।
ওই যুবকদের বাড়ি মঙ্গলকোটের ঝিলু গ্রামে।
একজনের নাম বাপি শেখ ও আরেকজনের নাম সামিরুল সেখ।
সমিরুল শেখের অবস্থার অবনতি ঘটলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ পাঠানো হয়।
ঘটনাস্থলে মঙ্গলকোট থানার পুলিশ।