December 5, 2020

বলবিন্দর সিং কে গ্রেফতারের প্রতিবাদে শিখ সম্প্রদায়ের মিছিল

কাজল মিত্র ,

:- সোমবার সকালে বার্নপুর প্রবন্ধক গুরুদয়ারা কমিটির উদ্দোগে প্রায় শতাধিক শিখ সম্প্রদায়ের মানুষ
গত ৮ তারিখে হাওড়ায় বলবিন্দর সিং কে গ্রেফতারের ঘটনার প্রতিবাদে শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে আসানসোলের ভগত সিং মোড় থেকে একটি মিছিল করে এসে পুলিশ কমিশনার অফিসের সামনে জমায়েত হয় এরপর
আসানসোল কমিশনার অফিসে ডেপুটেশন দেওয়া হয়।
এই ডেপুটেশনে সামিল হয়ে পুলিশ কমিশনারের হাতে
এক দাবি পত্র তুলে দেন বলে জানিয়েছেন কমিটির সদস্যরা ।
এদিন শিখ কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি তেজিন্দর সিং বলেন,
যারা বিনাকারনে বলবিন্দর সিং কে গ্রেফতার করা হয়েছে তাই যেসকল পুলিশ তাকে গ্রেফতার করেছে সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিক, ফ্রি এন্ড ফেয়ার তদন্ত হোক।তার মধ্যে যদি বলবিন্দর সিং দোষী সাবস্ত হন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।