October 25, 2020

আমিরুল ইসলাম ,


পথশ্রী অভিযানে সরগ্রাম অঞ্চলের ২টি রাস্তা উদ্বোধন করলেন যুগ্ম ব্লক আধিকারিক সৌমিক দাস ।

মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলের ২টি রাস্তার শুভ সূচনা করলেন কাটোয়া এক ব্লকের যুগ্ম ব্লক আধিকারিক সৌমিক দাস।

সরগ্রাম অঞ্চলের সরগ্রামে এই রাস্তা দুটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন যুগ্ন ব্লক আধিকারিক। দিদিকে বল কর্মসূচি তে গ্রামের মানুষজন আহ্বান জানিয়েছিলেন ।

প্রায়ই ২টি রাস্তার দৈর্ঘ্য আনুমানিক ৩ কিলোমিটার।

উপস্থিত ছিলেন কাটোয়া 1 নম্বর ব্লকের যুগ্ম ব্লক আধিকারিক সৌমিক দাস কাটোয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষাকর্মদক্ষ দেবাশীষ সাহা, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত কুমার মন্ডল, খাদ্যের কর্মদক্ষ সুশান্ত পাঁজা, বিশিষ্ট সমাজসেবী বংশধর প্রমাণিক, ও গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান।

প্রায় ৩৫ বছরের দাবি পূরণ হওয়ায় উৎসবের আকার নিয়েছে ।