সাধন মন্ডল,
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১ লা অক্টোবর, ২০২০ তারিখে পথশ্রী অভিযানের মাধ্যমে রাস্তা নির্মান ও রাস্তা রক্ষণাবেক্ষনের যে কর্মসূচির সূচনা করেছেন, তার সূত্র ধরে আজ বিধায়ক শ্রী স্বপন বাউরি বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকে ” কুলদিয়া মোড় থেকে মালিয়াড়া যাবার রাস্তা নির্মাণ” এর শুভ সূচনা করলেন উপস্থিত ছিলেন মেজিয়া ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, মৎস আধিকারিক, গ্রাম পঞ্চায়েত প্রধান, সদস্য সদস্যরা, সচিব সহ অন্যান্যরা।
More Stories
রাশিদা বিবির লিভার টিউমার সারবে স্বাস্থ্যসাথী কার্ডে
পশ্চিম বর্ধমানে করোনা ভাক্সিন ১৯০০০
মেডিকেল কলেজ হচ্ছে শান্তিনিকেতনে