November 26, 2020

আজ আউসগ্রাম বিধানসভার আউসগ্রাম 2 নম্বর ব্লকের কার্যকারী সভাপতি শেখ আব্দুল্ লালন বাবুর একান্ত উদ্যোগে এবং বিধায়ক অভেদানন্দ থান্ডার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আদিবাসী নেতা রবিলাল হেমরম এর উপস্থিতিতে যে সমস্ত আদিবাসী ভাইয়েরা আদিবাসী গাঁওতা নামে বিভেদকামী শক্তির সাথে হাত মিলিয়ে ছিলেন। সেইসব আদিবাসী সংগঠক দের কে নিয়ে তাদেরকে আজকে পুনরায় শেখ আব্দুল লালন বাবুর নেতৃত্বে নতুন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং আগামী দিনে যাহাতে সমস্ত আদিবাসী ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে যায় তাহার জন্য অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ হলেন আদিবাসী গাঁওতা নেতৃত্বরা।